প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ২:১৪ এ.এম
চট্টগ্রামে নিযুক্ত সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীকে সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এর শুভেচ্ছা

ব্যুরো চীফহ
ভারতের প্রজাতন্ত্র দিবসে আ জ ম নাছির উদ্দীনের শুভেচ্ছা
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রামে নিযুক্ত সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ ২৬ জানুয়ারি সন্ধ্যায় হোটেল রেডিসন ব্লু হোটেলে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অকৃত্রিম সহযোগিতা দিয়েছে। শুধু সামরিক সহযোগিতায় নয়, এদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত। দেশটির মহান নেত্রী ইন্দিরা গান্ধী সেসময় বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্ব জনমত গঠনে অনন্য অবদান রেখেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্যের যে সূচনা হয়েছে, সে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে এগিয়ে নেয়ার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক উত্তরোত্তর সমৃদ্ধ হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy