মুজিব উল্ল্যাহ্ তুষার
গত ৩০ মার্চ মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর মহিলা দলের ১৩৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে কমিটি বাতিলের জন্যে পদবঞ্চিতদের একটা অংশ সংবাদ সম্মেলন আহবান করে।
সংবাদ সম্মেলনে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে ১৪নং লালখানবাজার ওর্য়াড মহিলা দলের সাধারণ সম্পাদক কাজলসহ কয়েকজন চিৎকার চেচামেচি করে হল থেকে বেরিয়ে যায়। মঞ্চে বসা কয়েকজন তাকে ফিরে আসতে অনুরোধ করলেও তিনি ফেরত আসেন নাই।বেরিয়ে যাওয়ার সময় সাধারণ সম্পাদক কাজল বলেন, আমাদেরকে নিয়ে এসেছে কিন্তু কথা বলতে দিচ্ছেনা।
একই ওয়াডের এক নেত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সমস্যা থাকতেই পারে,তাই মনি আপা বাধ্য হয়ে দেশে বাইরে আসা যাওয়ার মধ্যে আছেন। তাই নেতৃত্বর থেকে তাকে বাধ দেওয়া সমুচিন নয়।
সদ্য ঘোষিত কমিটির পদ পাওয়া নেতৃত্ববৃন্দ মহিলাদল থেকে পদত্যাগের ঘোষনা দেন। এই সময় মনোয়ারা বেগম মনি ও জেলি চৌধুরীকে অবাঞ্চিত ঘোষনা ও তাদের পদত্যাগে বাধ্য করতে কর্মসুচি ঘোষনা করবেন জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেগম ফাতেমা বাদশা, এডভোকেট পারভিন চৌধুরী, ,জেসমিনা খানম, সায়মা হক ,আখিঁ সুলতানা, দেওয়ান মাহমুদা আক্তার লিটা, মনোয়ারা বাবুল, নাছরিন বাপ্পি ,আরজুন নাহার মান্না, খাদিজা বেগম প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy