প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২১, ১১:২৩ এ.এম
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু

ডেক্স
চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) রাতে ও শনিবার (৬ মার্চ) ভোরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- চন্দনাইশ উপজেলার বিরাকুল নতুনপাড়া গ্রামের বাসিন্দা উত্তম দাশ (৫০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, নগরের বহদ্দারহাট এক কিলোমিটারে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় উত্তম দাশ নামে একজন মধ্যবয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে তাকে আইসিউ সাপোর্টে রাখা হয়। মধ্যরাতে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়। আজ দুপুরে ওই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy