ইমাম হোসেন জীবন চট্টগ্রাম | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
চট্টগ্রামে নগরীর চকবাজার থানার দেবপাহাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস।
তিনি বলেন, দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিস।