সাইফুল ইসলাম, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজি-চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক নারী সহ ৫ জন নিহত হয়েছে মর্মে সংবাদ পাওয়া গেছে।
১৩ এপ্রিল (বৃহস্পতিবার) অনুমান সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলার আরাকান সড়কস্থ রায়খালী এলাকাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে ৪ নিহত হয়েছেন । অপর ২ জনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ইমার্জেন্সী ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং তৎমধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
নিহতরা ব্যক্তিরা হলেন, বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের পুত্র মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া হরিনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর পুত্র বাবুল দে (৬০) ও পটিয়ার দৌলতপুরের নুরুল ইসলামের পুত্র মো. করিম (৫৪)। তবে নিহত অপর জনের পরিচয় এ রিপোর্ট লিখা পর্যন্ত পাওয়া যায়নি।
সুত্রে প্রকাশ যাত্রীবাহী বাসটি গতকাল নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালী হাওলা দরবার শরীফে এসেছিল। বাসটি বোয়ালখালী থেকে চলে যাওয়ার প্রাক্কালে উল্লেখিত স্থানে এসে দুর্ঘটনায় পতিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক সহ অপর তিন যাত্রী নিহত হন। এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটির চালক জাকের হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy