সৌমেন সরকার :
এক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে বেঁধে রেখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে ডাকাতির ঘটনায় চট্টগ্রাম মহানগর ডবলমুরিং, হালিশহর এবং কুমিল্লায় ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন- কুমিল্লার দাউদকান্দির বেলানগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ডাকাত সরদার মো. মামুন (৩৪), তার সহযোগী আলী (৩৮), রাসেল(২৫) ও এনায়েত উল্লাহ ওরফে শান্ত (২৮)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারের পর তাদের শুক্রবার সকালে চট্টগ্রামের ভুজপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, গত ৫ জানুয়ারি ভুজপুর থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে বেঁধে রেখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের সদস্যরা প্রায় এক লাখ শলাকা আবুল বিড়ি, ৭৮ হাজার শলাকা ম্যারিজ সিগারেট, নগদ দুই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে।
এ ঘটনায় ভুজপুর থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত করে র্যাব।পরে চট্টগ্রামের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সাত হাজার ৮০০ শলাকা ম্যারিজ সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।র্যাব আরো জানায় মূলত তারা ওই রাতে বাজারের নাইটগার্ডের হাতমুখ বেঁধে অস্ত্রের মুখে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করেছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy