চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মারুফ চৌধুরী মিন্টু (২৮) আগ্রাবাদের দামুপুকুর পাড় এলাকার কামাল চৌধুরীর ছেলে।
শুক্রবার রাত ৮টার দিকে নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যায় বলে জানিয়েছেন তার বড় ভাই স্থানীয় পাঠনটুলি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার রাতে মিন্টুর ওপর হামলা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে যুবলীগ নামধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপুর লোকজন বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হোটেল আগ্রাবাদের সামনে আমার ভাই মিন্টুর ওপর হামলা চালায়। টিপুর নেতেৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আজ রাতে রয়েল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ বলেন, গতকাল রাতে আগ্রাবাদ এলাকায় রমজান ও মিন্টুর মধ্যে মারামারিতে মিন্টু আহত হয়। আজ রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হওয়ার পর আসামি গ্রেপ্তারে অভিযান চালাব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy