
জান্নাত মীর নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে নতুন করে ২৬৯ জনের দেহে মিলল করোনা
চট্টগ্রামে প্রতিদিই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জনের দেহে মিলল এর জীবাণু। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জনে।
জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বুধবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শেখ ফজলে রাব্বি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের সাতটি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২ হাজার ৩৯৭ জনের নমুনা। এতে ২৬৯ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪৩ জন নগরের ও ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তবে নতুন করে কেউ আর করোনায় মারা যায়নি। এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হওয়া ৩৮৩ জনের মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন বিভিন্ন উপজেলার।
সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে, ১ হাজার ৩৬৯টি। এতে করোনা শনাক্ত হয় ৫৩ জনের। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৩ নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে শেভরনে ৩২১ নমুনা পরীক্ষা করে ৬৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৬ নমুনা পরীক্ষায় ৫২ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করলেও কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply