প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ১:১১ পি.এম
চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে সংক্রমন – নতুন শনাক্ত ২৬৯

জান্নাত মীর নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে নতুন করে ২৬৯ জনের দেহে মিলল করোনা
চট্টগ্রামে প্রতিদিই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৯ জনের দেহে মিলল এর জীবাণু। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জনে।
জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বুধবার (২৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শেখ ফজলে রাব্বি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের সাতটি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২ হাজার ৩৯৭ জনের নমুনা। এতে ২৬৯ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪৩ জন নগরের ও ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তবে নতুন করে কেউ আর করোনায় মারা যায়নি। এ পর্যন্ত চট্টগ্রামে মৃত্যু হওয়া ৩৮৩ জনের মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন বিভিন্ন উপজেলার।
সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে, ১ হাজার ৩৬৯টি। এতে করোনা শনাক্ত হয় ৫৩ জনের। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৩ নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে শেভরনে ৩২১ নমুনা পরীক্ষা করে ৬৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৬ নমুনা পরীক্ষায় ৫২ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করলেও কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy