বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার চট্টগ্রামে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে একটি কাভার্ডভ্যান।গতকাল সকালে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, নগরের আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগিয়ে দেন অবরোধকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিএনজিচালিত অটোরিকশার ছাদের ওপরের অংশ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশার পাশে একটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওমর ফারুক, আলমগীর ও রুবেল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy