চট্টগ্রামে স্কুলছাত্রীকে অপহরণকারী যুবক খুলশী থানায় গ্রেফতার
ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
নগরীর লালখান বাজারস্থ পোড়া কলোনীতে প্রাইভেট পড়তে আসা-যাওয়ার সময় স্বপ্না আক্তার তৃপ্তি(১৪) কে আল-আমীন নামক(১৯) যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে কিশোরী স্কুলছাত্রীকে দ যুবকে ধৃত করে খুলশী থানা পুলিশ।
২৭জুলাই,ভোর ৫টা.৩০মি.আসামির হেফাজতে হইতে ভিকটিম কে কুমিল্লা মুরাদনগর থানাধীন গ্রাম-কাজীয়াতল হইতে উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে।
সূত্রোক্ত মামলার বাদী একজন চা দোকানদার।বাদীর বড় মেয়ে হয়।সে বর্তমানে শহীদ নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।প্রাইভেট পড়ার এলকার জৈনিক শিক্ষক রাসেল স্যারের বাসায় আসা-যাওয়া করিত।
আসা-যাওয়ার পথে আসামি বাদীর মেয়কে প্রেমের প্রস্তাব দিয়ে ত্যাক্ত-বিরক্ত করিয়া আসিতেছে। আসামি আল-আমীন নামক(১৯) যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। একপর্যায়ে ভিকটিমের আসা-যাওয়ার ভয়-ভীতি,হুমকি-ধামকি প্রদর্শন করিলে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তির মাধ্যমে সতর্ক করা হয়।
এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিত ভাবে ২৫জুলাই,বিকাল ৪টায়,প্রাইভেট পড়ে নিজ বাসায় ফেরার পথে লালখান বাজার পাকা রাস্তার মোড়ে পৌঁছা মাত্র ধৃত আসামি সহ আরও অজ্ঞানামা ২/৩জন মিলে মুখ চেপে অজ্ঞাতনামা সিএনজিতে তুলে আশপাশের মানুষ কিছু বুঝে উঠার আগেই লালখান বাজার মেইন রোডের দিগে যেতে থাকে অজ্ঞাত স্থানে।
ভিকটিম স্বপ্না বাসায় ফিরে না আসায় বাদী তার প্রাইভেট শিক্ষক,ঐ পথে চলাচলকারী লোকজন ও দোকানদারদের নিকটে জিজ্ঞেসা করিলে। পথচারী জনৈক ইয়াছিন জনায়,আসামি সহ আরও অজ্ঞাতনামা ১/৩জন একটি মেয়েকে একটি সিএনজি গাড়িতে উঠাইয়া জোরপূর্বক ইস্পাহানি রাস্তার মোড়ে নিয়ে যায়।
বাদীর এজাহারের ভিত্তিতে সূত্রোক্ত মামলাটি রুজু করিয়া তদন্তভার এসআই রেজাউল করিমের উপর হাওলা হয়। তিনি হাওলা মতে মামলার তদন্তভার গ্রহণ করিয়া। ২৭জুলাই,ভোর ৫টা.৩০মি.আসামির ভিকটিম কে কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন গ্রাম-কাজীয়াতল হইতে উদ্ধার করে গোপন সংবাদের ভিত্তিতে।
এবং আসামি আল-আমীন নামক(১৯) যুবকে ধৃত করে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলাটি তদন্তাধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy