সৌমেন সরকার :
চট্টগ্রাম জেলা আইনজীবীদের সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিতরা। তবে সভাপতিসহ ৯ টি পদে জিতেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। ১২ ফেব্রুয়ারী রোববার ভোটের পর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফল ঘোষণা করা হয়।সেদিন সকাল ৯টা থেকে সমিতির মিলনায়তনে ৪ টা পর্যন্ত ভোট হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন হয়। নির্বাচনে সম্পাদকীয় পদ ১০টি, নির্বাহী সদস্য পদ ১১টি। নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের মোট প্রার্থী ছিলেন ৪২ জন।৫ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৪৫ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ। আর সভাপতিসহ ৯টি পদ পেয়েছে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ।
এবারের নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মনতোষ বড়ুয়া পেয়েছেন ১ হাজার ৩৯৬ ভোট।সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এ এস এম বজলুর রশিদ ২ হাজার ২৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. হাসান আলী চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮২৪ ভোট।প্রধান নির্বাচন কমিশনার রতন কুমার রায় বলেন, নির্বাচনে ঐক্য পরিষদ সভাপতিসহ ৯টি পদ পেয়েছে। সাধারণ সম্পাদকসহ ১২টি পদ পেয়েছে সমন্বয় পরিষদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy