সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় মো. হানিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।গ্রেপ্তাররা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও রোকসানা বেগম (৩৬)। এদের মধ্যে মো. নুরুল ইসলাম মামলার সাত ও রোকসানা বেগম নয় নম্বর আসামি।গত মঙ্গলবার নিহত মো. হানিফের ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে খুলশী থানায় দশজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
যোগাযোগ করা হলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, হানিফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মো. নুরুল ইসলাম মামলার সাত ও রোকসানা বেগম নয় নম্বর আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।প্রসঙ্গত, সোমবার (৮ নভেম্বর) বিকেল ৫টার সময় নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনীর তরুণ সংঘ মাঠের পাশে বায়তুল আমান জামে মসজিদের সামনে ছুরিকাঘাতে মো. হানিফ নিহত হন। নিহতের ভাই অনিকও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy