প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২১, ৪:০০ পি.এম
চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন,নিহত ১

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত বস্তিঘর পুড়ে গেছে। এতে আগুনে পুড়ে একজনের প্রাণহানী ঘটেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) ভোরে ইপিজেড সংলগ্ন রেলওয়ে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধ হয়ে নিহত বৃদ্ধ ব্যাক্তির নাম মোহাম্মদ নওশেদ (৮৩) বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনের খবর পেয়ে ইপিজেড স্টেশন থেকে ৩টি ইউনিটের ৫টি গাড়ী পরে অন্য দুটি স্টেশন থেকে আরও ২টি ইউনিটের ৩টি ইউনিটসহ ৮টি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় বস্তি থেকে একজন বয়স্ক লোকের মৃত দেহ বৃদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ৫০টির মত বস্তির ঘর পুড়ে গেছে বলে নিশ্চিত করা হলেও এর আর্থিক ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের ভারপ্রাপ্ত এডি ফরিদ আহমদ চৌধুরী।
এর আগে গত ৩ জানুয়ারী একই বস্তিতে এক অগ্নিকাণ্ডে বেশ কিছু ঘর পুড়ে গিয়েছিল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy