আসমা আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
এ যেনো দোটানার এক জীবন।একদিকে করোনা অন্যদিকে জীবিকা এ নিয়ে বন্দর নগরীর প্রতিটা মানুষ রোজকার জীবনে পার করছে এক একটা মুহুর্ত।দির্ঘ পথ পারি দিয়ে কারখানায় ছুটছেন পোশাক শ্রমিকরা।ব্যাবসায়ীদের বেশিরভাগ
দুশ্চিন্তার ভবিষ্যৎ নিয়ে গুনছে প্রহর।কারো কারো কাছে করোনা ভীতি ছাড়িয়ে জীবিকা হয়ে উঠছে মুখ্য।কেও বা আবার করোনাভীতি নিয়ে কোনোভাবে বসে আছেন বাড়ির উঠোনে।বন্দরে কার্যক্রম চলমান থাকলেও খাতুনগঞ্জ খাদ্যপন্যের গুদামে ব্যাবসায়ীরা কাটাচ্ছে অলস সময়।অনেক টা সালোকসংশ্লেষন প্রক্রিয়ার মতোই বন্দর, খাতুনগঞ্জ, ইপিজেডের উপর নির্ভর করে আছে পুরো দেশ।তাই দেশের চাকা সচল রাখতে চট্টগ্রামের সচল থাকাটা আবশ্যক।
পোশাক কারখানা ও নিত্যপন্য প্রজ্ঞাপন অনু্যায়ী খোলা রেখে বাকী সব বন্ধ হলেও থেমে নেই সংক্রমন এর উর্দ্ধগতী।রেড ইয়েলো জোনে ভাগ করা হলেও দিনদিন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও।
বিগত ২৪ ঘন্টায় – মঙ্গলবার (২০ এপ্রিল) সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামে ৮টি ল্যাবে ১৫৫৬টি নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ৩৪৭টি করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে৷ করোনায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডি তে নতুন করে ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয় তার মধ্যে ৬১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত করা হয়েছে৷ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭১ টি নমুনা পরীক্ষা করে তার মধ্যে ২৩টি পজিটিভ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা ২৩২ টি৷ তার মধ্যে ৫৮ জনের দেহে কোভিট-১৯ পজেটিভ শনাক্ত করা হয়েছে৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে তার মধ্যে ৫০ জনের দেহে করোনার সংক্রমন শনাক্ত করা হয়৷ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ২৬জনের পজেটিভ শনাক্ত করা হয়৷জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের বেসরকারি করোনা পরীক্ষাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।
শেভরন ক্লিনিক্যালের ল্যাবে ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তার মধ্যে ৬৬ জনের দেহে কোভিট-১৯ পজেটিভ শনাক্ত করা হয়৷ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন ৮ জন৷পরিস্থিতি অনেক নাজুক হাসপাতালে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা,অনেক সেচ্ছাসেবক টিম মাঠে কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।এমতাবস্থায় করোনা আর জীবিকা একসাথে নিয়ে চলমান পরিস্থিতিতে গুটি পায়ে হেঁটে চলেছে চট্টগ্রামের মানুষ।
Leave a Reply