সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৮তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগষ্ট দুপুরে কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বন্ড কমিশনার একে এম মাহবুবুর রহমান। আরো বক্তব্য প্রদান করেন বন্ড উপ কমিশনার তপন চন্দ্র দে, যুগ্ম কমিশনার মোঃ মিজানুর রহমান, যুগ্ম কমিশনার কামনা শীষ।
বন্ড উপ কমিশনার খাদিজা পারভীন সুমী'র সঞ্চালনায় বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে পাঠ করেন রাজস্ব কর্মকর্তা সৈয়দ সেলিম মাহমুদ, কাষ্টম বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা সজল চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, অফিস সহকারী মোঃ আবু সালেহ পাপ্পু।
আরো উপস্থিত ছিলেন উপ কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারী, ফাতেমা খাইরুন নূর, সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ কাষ্টম বন্ডের কর্মকর্তাগণ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করতে হলে নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলার সংকল্প থাকতে হবে। যদি তার আদর্শকে ধারণ করা যায়, মানুষের কল্যাণ করা যায় তবেই তার আত্মা তৃপ্তি পাবে। বাঙালি জাতির মুক্তির দূত এ মহান নেতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই শোকাবহ দিনে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy