সোমেন সরকার
খুলশীতে ২০ টাকার প্রলোভনে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা
নগরের খুলশীতে ৮ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মোহাম্মদ মোস্তফা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিলের পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা নোয়খালীর বেগমগঞ্জ থানার দূর্গাপুর কড়া গাজীর বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।পুলিশ জানায়, ৮ বছরের এক ছাত্র মাদ্রাসা থেকে বেরিয়ে স্থানীয় দোকানে আচারের চাটনি কিনতে গেলে গ্রেপ্তার মোস্তফা তাকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে পাশে একটি ভাঙ্গা বাংলোর পাশে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকারের চেষ্টা করলে শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে ওই ব্যক্তিকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, ভিকটিম শিশুর মা বাদী এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার রাতেই আদালতে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..