মো: সাইফুল ইসলামঃ
চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো নবজাগরণের স্বাক্ষর কর্মশালা—"Enrich Your Civic Knowledge: কে আমি!" (সিজন ২) চট্টগ্রাম নগরীর ২ নং গেইট ক্রিয়েটরস হাবে ২৫ ডিসেম্বর ২০২৪, নবজাগরণের উদ্যোগে এবং Bangladesh Youth Leadership center (BYLC)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় স্বাক্ষর কর্মশালা "Enrich Your Civic Knowledge: কে আমি!"(সিজন ২)কর্মশালায় প্রায় ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এই কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল নাগরিক দায়িত্ব,নেতৃত্বের ভূমিকা এবং যুবশক্তির সম্ভাবনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল আলম রাহাত এবং জজকোট চট্টগ্রামের মুখপাত্র জগলুল আহমেদ। আলোচকরা তরুণদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করেন।
অ্যাডভোকেট শহীদুল আলম রাহাত তার বক্তব্যে বলেন, একজন সচেতন নাগরিকের দায়িত্ব শুধু নিজের অধিকার আদায়ে সীমাবদ্ধ নয়, বরং সমাজের উন্নয়নেও অবদান রাখতে হবে। নেতৃত্বের গুণাবলী তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হতে পারে।
অন্যদিকে,জগলুল আহমেদ বলেন,তরুণদের শক্তি এবং উদ্যোগ সমাজ পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। তারা জানান,এই ধরনের উদ্যোগ তাদের সচেতনতা বাড়াতে এবং সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করতে অনুপ্রাণিত করে।
নবজাগরণের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালার মাধ্যমে তারা তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছেন।
BYLC-এর সহযোগিতায় নবজাগরণ আয়োজিত এই কর্মশালাটি একটি শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে, যা অংশগ্রহণকারীদের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy