ইমরান শেখ বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা মোহরা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকার জালনোটসহ দুই জালনোট প্রস্তুতকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুইজন হলো— ভোলার লালমোহন থানার মৃত কবির উদ্দীনের ছেলে নসু মিয়া (৩২) এবং একই এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে নাজিম উদ্দীন (৩২)।র্যাব-৭ এর ফ্লা. লে. সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে প্যান্টের পকেট থেকে ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে তারা স্বীকারোক্তিতে জানায়। আটকদের এবং উদ্ধারকৃত আলামতসহ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।চান্দগাও থানার ওসি মাইনুর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে জাল নোট লেনদেনের অপরাধে থানায় মামলায় দায়ের করা হয়েছে।’
Leave a Reply