
সৌমেন সরকার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তবে এখনও অনেক কেন্দ্রে পৌঁছায়নি ভোটের সরঞ্জামাদি।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে মক (প্রতীকী) ভোটের ব্যবস্থা করে নির্বাচন কমিশন, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিন দেখা যায়, নগরের কোতোয়ালী থানাধীন বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পরে আসে মক ভোটিংয়ের সরঞ্জাম।
ভোটার উপস্থিতিও তেমন একটা নেই কেন্দ্রগুলোতে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, নগরীর ৭৩৫টি ভোটকেন্দ্রে একযোগে মক ভোটিংয়ে ব্যবস্থা রাখা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। তিনি জানান, অল্প কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ সরঞ্জাম পাঠাতে দেরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভোটিং মেশিন স্থাপন করা হচ্ছে, যাতে তাড়াতাড়ি ভোটাররা ভোট দিতে পারে।
প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. হারুনুর রশিদ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply