প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৫:৫৪ পি.এম
চট্টগ্রাম পটিয়ায় খুনের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy