সোমেন সরকার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সামনে একটি বাসায় জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মো.কাউছার (৪৭) খুন হয়েছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে আবদুল মোনাফের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত মো.কাউছার একই এলাকার মৃত মো. জমির আহমেদের ছেলে।
নিহত কাউসারের মা জানান, সাজ্জাদ জোর করে আমাদের জায়গার উপর বিল্ডিং তুলতেছিল। আমার ছেলে কাউসার বাঁধা দিলে সে রাত ১১ টার দিকে ৭/৮ জন সন্ত্রাসীসহ মোটর সাইকেলে করে এসে আমার ছেলের গলায় ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসেছে।তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মো.কাউছারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) ধীমান বলেন, কাউছারকে হত্যার ঘটনায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..