নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকায় ২১ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতার তিন হলো- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতপুর থানাধীন চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।
গণধর্ষণের শিকার ওই তরুণীর বয়স ২১ বছর ও তিনি একজন গার্মেন্টস কর্মী বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস বলেন, কাস্টম এলাকায় শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে তিনজন। ঘটনার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দেন।
পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজন ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..