প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৩:২৪ পি.এম
চট্টগ্রাম বন্দরে তরুণীকে গণধর্ষণ : তিনজন আটক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাস্টম ব্রিজ এলাকায় ২১ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতার তিন হলো- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতপুর থানাধীন চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।
গণধর্ষণের শিকার ওই তরুণীর বয়স ২১ বছর ও তিনি একজন গার্মেন্টস কর্মী বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস বলেন, কাস্টম এলাকায় শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করে তিনজন। ঘটনার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দেন।
পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজন ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy