প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ৯:৪৬ পি.এম
চট্টগ্রাম বন্দরে সরিষার নামে নিষিদ্ধ পপি আমদানি
চট্টগ্রাম বন্দরে সরিষার নামে নিষিদ্ধ পপি আমদানি
সোমেন সরকার
Facebook Twitter share
আফিমসহ বিভিন্ন মাদক তৈরি করতে ব্যবহার করা হয় পপি বীজ (পোস্তা দানা)। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এ পণ্যটির আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। অথচ সরিষা আনার নাম করে মিথ্যা ঘোষণায় সেই নিষিদ্ধ পপি বীজই নিয়ে এলো পুরান ঢাকার আজমিন ট্রেড সেন্টার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। কায়িক পরীক্ষায় ধরা পড়া এ চালানের বিপরীতে বড় অংকের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টমসের।
Surjodoy.com
বিষয়টি মঙ্গলবার (১ জুন) সকালে নিশ্চিত করেছেন কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন।কাস্টমস সূত্রে জানা যায়, এ চালানে মালয়েশিয়া থেকে দুই কনটেইনার সরিষা বীজ আসার কথা ছিল। সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল এ চালানটি খালাসের দায়িত্ব নিয়েছিল। কিন্তু গোপন সূত্রে জানা যায়,
The Daily Surjodoy
সরিষা বীজের সঙ্গে ৪২ টন পপি বীজও এনেছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কায়িক পরীক্ষা শেষে চালানটি আটক করে পণ্যগুলো ল্যাবে পরীক্ষা করলে পপি বীজের প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটি প্রায় ১৫ কোটি টাকার পপি বীজ এনেছে বলে জানিয়েছে কাস্টমস। চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৪২ টন পপি বীজ আটক করে কাস্টম হাউস
চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৪২ টন পপি বীজ আটক করে কাস্টম হাউস
The Daily Surjodoy
কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘পুরান ঢাকার আজমিন ট্রেড সেন্টার নামের প্রতিষ্ঠানটি ৫৪ টন সরিষা বীজ আনার ঘোষণা দিয়ে তার বিপরীতে মাত্র ১২ টন সরিষা বীজ ও ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ নিয়ে আসে। আমদানি করা এসব পপি বীজের দাম ১৫ কোটি টাকা।’ তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি দুটি কনটেইনারের প্রথম দিকে সরিষা বীজ ও ভেতরে পপি বীজ রাখে, যাতে কায়িক পরীক্ষায় তাদের কারসাজি ধরা না পড়ে। এই অপরাধে কাস্টমসের আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy