ইমরান শেখ বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম বন্দর থানাধীন লিংকরোড এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা- মেয়ে নিহত হয়েছেন। ১৭ নভেম্বর, বুধবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের নূরনবী পারভেজের স্ত্রী মাহমুদা আক্তার অরিন (৩৫) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া আতিফা (৫)।উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন বুধবার বিকালের দিকে লিংকরোড এলাকায় এক অটোরিক্সাকে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হয়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, শুরুতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply