প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২১, ৩:৪৭ পি.এম
চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমান বিদেশি মদসহ আটক দুই

মোনালিসা চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদ ও বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন্দরের প্রধান ফটকের কাছ থেকে তাদেরকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দরে দায়িত্বরত আনসার কমান্ডার মোহাম্মদ আলী জানান, রাত ১১টার দিকে বন্দরের ভেতর থেকে একটি প্রাইভেট কারে করে ৩২ বোতল বিদেশি মদ ও ২১০ ক্যান বিয়ার বের করে এনে প্রধান ফটকের কাছে রাখা একটি সিএনজি অটোরিকশায় তোলার সময় দুজনকে আটক করে আনসার সদস্যরা।
আনসার কমান্ডার জানান, আটকদের একজন সিএনজি অটোরিকশাটির চালক। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।উল্লেখ্য সারা দেশে ভেজাল ও মেয়াদউত্তিন্ন বিদেশী মদের কারনে প্রায় দিন মৃত্যুর ঘটনা ঘটছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy