সোমেন সরকার
চট্টগ্রাম নগরীতে তৈরি পোশাক ব্যবসায়ীকে হেনস্থা ও মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী সুমন খান এ বিষয়ে নগর পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বরাবর অভিযোগ দায়ের করেছেন।
তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই এসআই ছোটন শর্মা তা অস্বীকার করেছেন।মঙ্গলবার (৪ মে) সিএমপি কমিশনার বরাবর দায়ের করা অভিযোগে এসবি এপারেলস এর মালিক সুমন খান উল্লেখ করেন, তিনি সোমবার (৩ মে) বিকাল ৫টার দিকে বালুচড়া যাওয়ার পথে অক্সিজেন মোড়ে ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে গাড়ি থামান।
এ সময় অপর একটি গাড়ি পিছন দিক থেকে তার গাড়িকে ধাক্কা দেয়। তিনি গাড়ি থেকে নেমে কর্তব্যরত ট্রাফিক সদস্যকে বিষয়টি বললে ওই সদস্য উল্টো তার উপর চড়াও হন।এরপর বায়েজিদ থানার এসআই ছোটন শর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে টেনেহিঁচড়ে অক্সিজেন মোড় পুলিশ বক্সে নিয়ে যান এবং তার সাথে দুর্ব্যবহার করেন।
একপর্যায়ে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। শেষমেষ তিনি পাঁচ হাজার টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান।অভিযোগ বিষয়ে জানতে চাইলে এসআই ছোটন শর্মা বলেন, ঘটনা ঘটেছে ট্রাফিক সদস্য ও সার্জেন্টদের মধ্যে।
আমাকে থানা থেকে ওখানে পাঠানো হয়। ট্রাফিক বিভাগ মামলা দিলে সুমন খানকে আটক করাটাই হতো আমার বা থানা পুলিশের ভূমিকা। ট্রাফিক বিভাগ যেহেতু মামলা দেয়নি, তাই আমার কোনো ভূমিকা সেখানে রাখার সুযোগ ছিল না।
সেখানে ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার স্যার ছিলেন, সার্জেন্ট ছিলেন, আরও পুলিশ সদস্য ছিলেন।তিনি আরও বলেন, উনাদের সমস্যা মিটমাট হওয়ার পর সুমন খান স্যারদের সাথে ইফতার করেছেন, নামাজও পড়েছেন। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।