প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৭:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২১, ১০:০৭ এ.এম
চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালাল আটক

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর নতুন পাড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আটক তিনজন হলেন- মো. আবদুল্লাহ মিন্টু, মো. রবিউল হোসাইন এবং মো. গালিব। এরমধ্যে মিন্টুকে জেল এবং রবিউল ও গালিবকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। মো. আশরাফুল আলম জানান, ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছি আমরা।
এর মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে হয়রানি বা ভোগান্তির শিকার হলে জেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy