আশিফুজ্জামান সারাফাত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক ক্যাটাগরির চার পদের নির্বাচন আগামী ৬ মার্চ। তবে এই নির্বাচনের দুইদিন আগে শনিবার ৫৪৩তম সিন্ডিকেট সভা আয়োজন করতে যাচ্ছে প্রশাসন। নির্বাচনের আগে শিক্ষক প্রতিনিধিদের ছাড়া এই সভাকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন শিক্ষক সমিতির নেতারা। সভা স্থগিত করার জন্য উপাচার্যকে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
জানা যায়, আগামী ৬ মার্চ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে সিন্ডিকেটের নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ এই চার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৩ ডিসেম্বর। বর্তমানে এই পদগুলোসহ সিন্ডিকেটে নয়টি পদ খালি রয়েছ। তবে দীর্ঘ সময় পর নির্বাচন দিলেও এই নির্বাচনের ঠিক দুই দিন আগে শিক্ষক প্রতিনিধিদের ছাড়া সিন্ডিকেট সভা আয়োজন দৃষ্টিকটু ও নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার তড়িঘড়ি বলে দাবি করছেন শিক্ষক সমিতির নেতারা।
শিক্ষক সমিতির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী সমকালকে বলেন, ‘নির্বাচনের দুই দিন আগেই সভার আয়োজন কীসের ইঙ্গিত তা সবার বুঝতে পারছে। শিক্ষক প্রতিনিধিদের ছাড়া তড়িঘড়ি নিজেদের উদ্দেশ্য হাসিলের সুযোগ এটি। নির্বাচনের একদিন পরেও এই সভার আয়োজন করা যেত। তারা ভয় পাচ্ছেন হয়তো তাদের প্রতিনিধি জয়ী নাও হতে পারে।’
ড. মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘বর্তমানে এমন কোনো জরুরি সিদ্ধান্তের প্রয়োজন নেই, যা নির্বাচনের আগেই শেষ করতে হবে। বরং নির্বাচনের একদিন পর করলেও শিক্ষক প্রতিনিধিরা সংযুক্ত থাকতে পারতেন। আমি রেজিস্ট্রার ও উপাচার্যকে হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছি- এই সভা স্থগিত করতে। আগামীকাল লিখিতভাবে স্থগিত করার কথা জানাবো।’
সমিতির সহসভাপতি ড. মুহাম্মদ আলা উদ্দিন বলেন, ‘সিন্ডিকেটে দীর্ঘ সময় ধরে শিক্ষক প্রতিনিধি নেই। ৬ তারিখের নির্বাচনের মাধ্যমে শিক্ষক প্রতিনিধিরা যুক্ত হবেন। কিন্ত এর ঠিক দুই দিন আগেই সভার আয়োজন বরাবরই উদ্দেশ্যপ্রণোদিত।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy