প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৯:৫৫ এ.এম
চট্টগ্রাম মহানগর পুলিশ শাখা সিএমপির ৮ ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশসহ ডিসি পদের ৮ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।
সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।
সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে থাকা শাকিলা সোলতানাকে ট্রাফিক (বন্দর) পদে বদলি করা হয়েছে।
ট্রাফিক (বন্দর) পদে কর্মরত তারেক আহম্মেদ ট্রাফিক (পশ্চিম) বিভাগে আর ট্রাফিক (পশ্চিম) বিভাগের ডিসি জয়নুল আবেদীনকে উপ কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়।
ডিসি ক্রাইম পদে থাকা এম এন নাসিরুদ্দীনকে ট্রাফিক দক্ষিণ বিভাগে এবং সিএমপির পশ্চিম বিভাগের ডিসি ফারুক উল হককে ডিবি (পশ্চিম ও বন্দর) বিভাগে বদলি করা হয়। একই পদে দায়িত্ব পালন করে আসা মনজুর মোরশেদকে সিটি এসবির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সিটি এসবির দায়িত্বে সামলে আসা আব্দুল ওয়ারিশকে সিএমপির পশ্চিম জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy