প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২১, ৭:৪০ পি.এম
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তাহের খান ও মোরশেদ প্যানেল বিজয়ী
নিজস্ব প্রতিবেদকঃ
উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২১। নির্বাচনে করোনা সম্মুখ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত প্রফেসর ডা. এমএ তাহের খান, সৈয়দ মোরশেদ হোসেন, মো. রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদ বিজয়ী হয়েছে।
এছাড়া সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইনের কোনো প্রতিদ্ধন্ধিননা থাকায় বিনা প্রতিদ্ধন্ধিতায় আবারো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমানে পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম মা শিশু হাসপাতাল প্রাঙ্গণে গতকাল সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোঁখে পরার মত।নির্বাচন চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে জানান পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন।
এদিকে নির্বাচন চলাকালিন সময়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে প্রশাসনের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।জানা যায়, ১৯৭৯ সালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরথেকে ভালো ব্যবস্থাপনার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রামবাসীর কাছে একটি গ্রহণযোগ্য হাসপাতালে পরিচিতি পায়। করোনাকালিন সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।৩০টি বুথের মাধ্যমে গতকাল (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এখানকার ভোটার সংখ্যা ৯ হাজার ৭শ ১৪ জন। ভোটারের প্রত্যেকেই আজীবন সদস্য।ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন বলেন, প্রফেসর ডা. এমএ তাহের খান, (আমি) সৈয়দ মোরশেদ হোসেন, মো. রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদ আবারো নির্বাচিত হয়েছে। তিনি হাসপাতালের উন্নয়ণে নির্বাচিত কমিটি অবদান রাখবে বলে উল্লেখ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy