নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাশেদুল আলমকে (৪০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে ছিন্নি বটতল মাজার সংলগ্ন টিলারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রাউজানের হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টিলারপাড়া ছিন্নি বটতল মাজার এলাকায়। তার বাবার নাম আবুল বশর।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, রাশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ভোরে খবর পেয়ে ছিন্নি বটতল মাজার সংলগ্ন টিলারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ তার বাড়িতে অস্ত্র থাকার কথা জানায়।
পরে সেখানে পুলিশ অভিযান পরিচালনা করে। তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নাছির হত্যা মামলা ছাড়াও ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
Leave a Reply