প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৭:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৪:২৭ পি.এম
চট্টগ্রাম লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ ট্রাক জব্দ, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু তাহের (২৭) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।আটক আবু তাহের নোয়াখালী হাতিয়া দরবেশ বাজার এলাকার মৃত মো. রফিক আহমদের ছেলে।
শনিবার ভোর রাতে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহসড়ক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মহাসড়কে অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy