প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২১, ৭:০৬ পি.এম
চট্টগ্রাম শহরের প্রান কেন্দ্রে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে শহরের প্রান কেন্দ্র বানিজ্যক এলাকাতেই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ডবলমুরিং থানার বংশালপাড়ার একটি বাড়ির ছাদে এই কারখানার খোঁজ মেলে। এসময় দুইটি পাইপগান, একটি এয়ারগান, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মেহেরুন্নেছা মুক্তা নামে একজনকে গ্রেফতার করা হয়। মূলত এই কারখানায় পাইপগানের মত অস্ত্র তৈরি করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' রাতে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সেই গুলির শব্দের উৎস খুঁজতে গিয়েই এই কারখানার সন্ধান মেলে। আমরা একজনকে গ্রেফতারে সমর্থ হলেও মূলহোতাসহ আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।'
এ ব্যাপারে ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্রিফ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।
ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সংবাদ পেয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানে প্রায় তিন ঘণ্টা অভিযানের পর গুলির শব্দের উৎস চিহ্নিত করতে সমর্থ হন তারা। পরে বংশাল পাড়া গফুর খান সওদাগরের সেই বাড়ির ছাদের একটি কক্ষে মেলে অস্ত্র তৈরির কারখানা। সরঞ্জামগুলো একটি কবুতরের বাসায় লুকানো ছিল। এই কারখানার মালিক মোহাম্মদ নিজাম খাঁন। ভোট নিয়ে কথা কাটাকাটির জেরে তিনিই শাহ আলম নামে এক ব্যক্তিকে গুলি করেন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাহ আলম বেঁচে যান। গুলির শব্দে চারিদিকে মানুষজন বের হলে নিজাম পালিয়ে যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি পাইপগান, একটি এয়ারগান, ০১ টি ওয়েল্ডিং মেশিন, ০১ টি গ্রেডিং মেশিন, ০১ টি ওয়েল্ডিং হোল্ডার, ০১ টি আরথিং ক্যাবল,০১ টি বিদেশী কাটার, ০১ টি রিপিট গান মেশিন, ০৭ টি এসএস পাইপ, ০১ টি এসএস বক্স পাইপ, ০১ টি ষ্টিলের তৈরি দুইনলা ব্যারেল, ০১ টি প্লাষ্টিকের তৈরি সবুজ রংয়ের অস্ত্র সাদৃশ্য বস্তু, ০১ টি লোহার ছেনি,০১ টি কাঠের হাতলযুক্ত বাটাল, ০২ টি হাতুরী, ০১ টি স্প্রিং প্লায়াস, ০১ টি নোজ প্লাস, ০১ টি স্প্রিং তৈরির প্লায়াস, ০১ টি লোহার তৈরি পাইপ রেঞ্ছ, ১১ টি বিভিন্ন সাইজের লোহার পাইপ, ০১ টি ড্রিল মেশিন, ০১ টি ষ্টিলের গ্রিপ প্লায়াস,০২ টি করাত, ১৮ টি বিভিন্ন সাইজের স্প্রিং, ০২ টি সাদা রংয়ের কাগজের তৈরি আগ্নেয়াস্ত্রের নকশা, ০১ টি প্লাষ্টিকের বাটযুক্ত ছোড়া, এবং ০১ টি কাটি। মূলত এই কারখানায় পাইপগানের মত অস্ত্র তৈরি হত। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy