
সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ অস্ত্র চোরা কারবারিকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। আসামি মোঃ ইসমাঈল (৩৩) বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইলস্থ মোফাক্কর চেয়ারম্যানের বাড়ীর মোঃ শাহ আলমের পুত্র অন্যজন মোঃ সাইদুল ইসলাম (২৪) সে একই এলাকার সেরাং বাড়িস্থ আবুল কালাম এর পুত্র।
জানা যায়, ১২ মার্চ শুক্রবার বেলা ১২ টায় র্যাব-৭ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বারৈয়ারঢালা হাক্কানী রিফুয়েলিং স্টেশন (ইউনিট-৩) এর দক্ষিন পাশে আরিফ স্টোর নামীয় দোকানের পিছনে কতিপয় ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে।
এসময় র্যাব ধাওয়া দিলে পালানোর সময় আটক করে তল্লাসি চালিয়ে তাদের থেকে ৪০রাউন্ড গুলিও ১টি বিদেশী রিভলবার জব্দ করা হয়়।
র্যাব-৭ চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
তাদের বিরুদ্ধে নাশকতার একটি মামলা দায়ের করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply