সবার চোখ এখন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দিকে। ভোটযুদ্ধের ময়দানে নৌকা প্রতীকে তিন হাজার ৩৬২ মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনশ’ জনকে বেছে নেবেন। প্রার্থীদের পাশাপাশি দেশবাসীর দৃষ্টিও এখন সেদিকেই।
আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় ঘোষণা করা হতে পারে সব আসনের চূড়ান্ত প্রার্থীর তালিকা।
জনমত জরিপে চট্টগ্রাম-১৪ ( চন্দনাইশ- সাতকানিয়ার আংশিক) আসনে নৌকার মনোনয়নে এগিয়ে আছেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। একটি সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের সংকটময় সময়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা পরীক্ষিত প্রার্থীরাই এবার আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় শীর্ষে থাকবেন। সে হিসেব নিকেশে ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকা চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর চট্টগ্রাম ১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে হাইকমান্ডের টপলিষ্টে রয়েছেন এবং জনমত জরিপেও শীর্ষে আছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy