ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও আবাসিক যাওয়ার পথে সম্মুখের যে বদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল ধরেছে সেটির কারণে বিশৃংখল দেখা গিয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে দায়িত্বে আছেন পুলিশ প্রশাসন।
বর্তবমানে বদ্দারহাট ফ্লাইওভারের নীচের দুই পাশে এবং উপর দিয়ে যে গাড়িগুলো চলাবন্ধ করা ও জনসাধারণ কে সতর্ক করা হচ্ছে পিলার ফাটলের কারণে।
পিলারের যে মূল অংশটিকেই রয়েছে যেটি চান্দগাঁও আবাসিক থেকে ফ্লাইওভার থেকে উঠে যেটি বাকলিয়ার দিকে গিয়েছে জিরো পয়েন্ট এ মূল পিলার টি ফাটল হয়।
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়ক বহাদ্দারহাট ফ্লাইওভার ফাটল দেওয়ায় জনগণে আতংক বিরাজ করছে। আর সাধারণ জনগণের নিরাপত্তায় প্রশাসন থেকে এ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
এম. এ. মান্নান ফ্লাইওভারের নিচের পিলারের চতুর্দিকে ফাটল দেওয়ায় বাঁকি অংশ রয়েছে ঝুঁকিতে এমনটাই মনে করছেন আশপাশের সাধারণ জনগণ ও চলাচলকারীরা । এছাড়া ফ্লাইওভারের পিলার ফাটল পরিদর্শন করতে আসে
ঘটনাস্থল ও পরিস্থিতি পরিদর্শনে আসেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল,উপরস্থ কর্মকর্তাগণ এবং সেই ওয়ার্ড ও আশপাশের জনগণ ও মিডিয়াসহ আরোও অনেকে।
প্রসঙ্গত ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের ভেঙ্গে পড়া তিনটি গার্ডারচাপায় নিহত হন ১৩ জন।এ ঘটনায় ওই বছরের ২৬ নভেম্বর চান্দগাঁও থানার তৎকালীন এসআই আবুল কালাম আজাদ মামলা করেন।