ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম
প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয়ের সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় অভিযানে আনুমানিক ০১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই মহাসড়কস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোহরা, চট্টগ্রাম এর সামনে স্থানীয় জনাব সোলেমান এর টিনশেড বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট ২০২১ ইং তারিখ ২২৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী
ওয়াহিদুল আলম (২১), পিতা- আব্দুল খালেক, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা- চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, মহিউদ্দিন (২৯), পিতা-মহরম আলী, সাং- কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, পারভেজ হোসেন (২১), পিতা-আবুল হোসেন, সাং-পূর্বদরুলা, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, পল্টন তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, সবুজ রহমান (৩০), পিতা- আব্দুর করিম, সাং- আরফিন নগর, নলুয়া, আঃ করিমের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, সিএমপি, চট্টগ্রাম, জুয়েল (২১), পিতা- আবু কালাম, সাং- চরমঙ্গল, থানা- শশীভূষণ, জেলা- ভোলা, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মোহরা, কোলাপাড়া, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম এবং সাকিব (১৯), পিতা-মৃত শাহ আলম, সাং-চেয়ারম্যান ঘাট, ভূইয়ার হাট রাস্তার মাথা, থানা-নোয়াখালী সদর (সুধারাম), জেলা-নোয়াখালীদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীদের দেখানো ও শনাক্ত মতে উক্ত ঘরের ভিতর চৌকির নীচ হতে সু-কৌশলে লুকানো অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy