জিহাদ হোসাইন ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পৌরসভা নির্বাচনে চতুর্থ ধাপে লক্ষ্মীপুর জেলার রামগতি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন রবিবার।
আজ রবিবার (১৭ জানুয়ারি) মেয়র পদে চতুর্থ দফায় আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রামগতি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম মেছবাহ উদ্দীন মেজু,ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক মেয়র ও রামগতি পৌরসভা বিএনপির সভাপতি সাহেদ আলী পটু,জাতীয় পার্টির মনোনিত মোঃ আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলী আব্দুল্লাহ,জামাল উদ্দীন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে গেছে।
এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হেকমত আলী।
নির্বাচন কর্মকর্তা আরো জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে রামগতি পৌরসভায় ভোটারদের মাঝে বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বিএনপি সমর্থিত প্রার্থী শাহেদ আলী পটু ও স্বতন্ত্র প্রার্থী আলী আব্দুল্লাহ আপন দুই ভাই দীর্ঘদিন থেকে পৌর নির্বাচনে লড়বেন বলে জনসংযোগ করে আসছিলেন।
উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী পর্যন্ত সময় নির্ধারণ ছিল।
Leave a Reply