প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৯:০৮ পি.এম
চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
দুর্যোগকালীন সময়ে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে চন্দনাইশে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
বুধবার (১৩ই অক্টোবর)
চন্দনাইশ উপজেলার ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে,চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন,চন্দনাইশ উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ শাহ আলম খান, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী,ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের দুর্যোগপূর্ণ মুহূর্তে ধৈর্য ধারণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রদর্শিত ও ফায়ার সার্ভিসের দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মুহূর্তে করণীয় নির্দেশনাবলী অনুসরণ করা আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy