জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে চন্দনাইশে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আলোচনা সভা স্থানীয় কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। গতকাল ৯ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী। রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর আকতার সানজিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, মহিলা নেত্রী সঞ্চিতা বড়ুয়া, দুদক উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো.আরশাদ, খুরশিদ রোকেয়া, প্রধান শিক্ষক যথাক্রমে নুর মোহাম্মদ, বিজয়ানন্দ বড়ুয়া, কাউন্সিলর শিরিন আকতার,মহিলা নেত্রী লুৎফুর নেসা চৌধুরী,সাংবাদিক সৈকত দাশ ইমন প্রমুখ। আলোচনা শেষে ৫ জয়িতা শাহিন আকতার, বেবি আকতার, আরতি ঘোষ, জান্নাতুন নাঈমা, রহিমা আকতারকে পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy