প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ১০:৫৫ পি.এম
চন্দনাইশে আরো একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলায় ষষ্ঠ দফায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৪ মার্চ) উপজেলার কাঞ্চননগর এলাহাবাদ সংলগ্ন এলাকায় মেসার্স শাহ ছুফি ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এসবিএম) নামক ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নাজনীন সুলতানা নীপা এর নির্দেশে
ইটভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধ্বংস করে। ইট পোড়াবার জন্য সাঁজিয়ে রাখা পুরো ভাটার চিমনী ও কিলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়।
এসময় র্যাব-৭ এর একটি টিম, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে পরিবেশ রক্ষার জন্য অবৈধ
ইটভাটা গুলো ধ্বংস করা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রামের সকল উপজেলায় এ ধরনের অভিযান পরিচালিত হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য চন্দনাইশে গত ৩১ জানুয়ারি প্রথম দফার অভিযানে চারটি, ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার অভিযানে পাঁচটি, ২ মার্চ তৃতীয় দফার অভিযানে
দুইটি এবং ৯ মার্চ চতুর্থ দফার অভিযানে দুইটি, ১৮ মার্চ পঞ্চম দফার অভিযানে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছিলো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy