প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১, ৯:০৫ পি.এম
চন্দনাইশে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর নাম ঘোষণা
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চন্দনাইশের ৮ ইউপির দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
গত ৫ ডিসেম্বর রোববার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয় ।
জানা যায়,গত রোববার বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন যৌথসভায় এই মনোনয়ন দেওয়া হয়েছে।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক পাওয়া ব্যক্তিরা হলেন - কাঞ্চনাবাদ ইউনিয়নে এডভোকেট মো. আবু ছালেহ, জোয়ারা ইউনিয়নে আমিন আহমেদ চৌধুরী রোকন , বরকল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. ফেরদাউস ইসলাম খান,বরমা ইউনিয়নে মো. নুরুল ইসলাম, বৈলতলী ইউনিয়নে এস.এম.সায়েম, হাসিমপুর ইউনিয়নে এডভোকেট মো. খোরশেদ বিন ইসহাক,ধোপাছড়ি ইউনিয়নে মো. আবদুল আলীম, সাতবাড়িয়া ইউনিয়নে ফোরক আহমদ ।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর । এ ছাড়া ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৩ থেকে ১৫ ডিসেম্বর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে । এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও ভোটগ্রহণ ৫ জানুয়ারী' ২২ অনুষ্ঠিত হবে ।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। নৌকা প্রতীক পাওয়া ৮ প্রার্থীর মধ্যে ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন দলীয় প্রার্থী এবারই প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়বেন । তাঁরা হলেন - কাঞ্চনাবাদ ইউনিয়নে উপজেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট আবু ছালেহ,বরকল ইউনিয়নে আ'লীগ নেতা মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান,বৈলতলী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাবেক সদস্য এস.এম. সায়েম,হাসিমপুর ইউনিয়নে উপজেলা আ'লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট খোরশেদ বিন ইসহাক,ধোপাছড়ী ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মো.আবদুল আলীম, সাতবাড়িয়া ইউনিয়নে যুবলীগের আহবায়ক ফোরক আহমদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy