
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর দুপুরে উপজেলার গাছবাড়িয়া খাঁন হাট বাজার গলি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঘরের বীমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
সহকারি পুলিশ পরিদর্শক হাসান জানান,পটিয়া শোভনদণ্ডী এলাকার
মৃত ফজল আহম্মদের ছেলে আবুল কাশেম (৬৩)
দীর্ঘ ৩০ বছর যাবৎ বাড়ী থেকে বের হয়ে চন্দনাইশে ভাড়া বাসায় রয়েছেন।সে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা সইতে না পেরে সে আত্মহত্যা করেছেন। গত ৫-৬ মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন, একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply