
জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ, প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় চন্দনাইশে থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়।
গতকাল ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতি সংঘের পক্ষ থেকে চুড়ান্ত সুপারিশের প্রেক্ষিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চন্দনাইশ থানা ও উপজেলা প্রশাসন পৃথক পৃথক কর্মসূচী পালন করেন। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমজিয়াজ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর আ.লীগের আহবায়ক এম. কায়ছার উদ্দীন চৌধুরী।
উপজেলা প্রশাসন ঃ দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়মে নির্বাহী কর্মকর্তা ইমজিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খাঁন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন, কবিতা আবৃতি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
থানা প্রশাসন ঃ দিবসটি উপলক্ষ্যে বিকালে সূচিয়া একটি কমিউনিটি সেন্টারে চন্দনাইশ থানা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি সেন্টারের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক পিপিএম-সেবা। পরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক পিপিএম-সেবা, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমজিয়াজ হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, এএসপি (সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ.লীগ নেতা এফ.এম দিদারুল আলম, জাবেদ মো. গাউস মিল্টন, ইন্সপেক্টর (তদন্ত) মজনু মিয়া, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম, এস.আই সুজায়েত, কৃষকলীগ নেতা নবাব আলী প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান, কমিউনিটি পুলিশ নেতৃবৃন্দ, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে পলি শার্মিন, সিদ্ধার্থ বড়–য়াসহ বেতার ও টেলিভিশন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ঐতিহাসিক ৭মার্চ উদযাপন ও উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় দোহাজারী হাইওয়ে থানায় আনন্দ উদযাপন
দোহাজারী হাইওয়ে থানা ঃ দিবসটি উপলক্ষ্যে থানা ক্যাম্পাসে প্রথমে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার শেষে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান। সাব ইন্সপেক্টর রাজিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা সরোয়ার কামাল, চট্টগ্রাম হাইচ-মাইক্রো বাস সমিতির সহ-সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক আজিমউদ্দিন, সাতকানিয়া সিএনজি সমিতির সভাপতি ফেরদৌস, এসআই ফারুক, আদম আলীসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। (ছবি আছে)
এ জাতীয় আরো খবর..
Leave a Reply