প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:২০ পি.এম
চন্দনাইশে কারিতাসের মানব পাচার প্রতিরোধ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়া প্রতিনিধির অংশগ্রহণে মানব পাচার প্রতিরোধ ও ভিকটিম সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে চন্দনাইশ উপজেলার কারিতাসের উদ্যোগে সংলাপ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,স্বাগত বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ। কারিতাস আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী শ্যামল মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,এন জি ও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন,উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহনাজ বেগম,কারিতাস কর্মকর্তা জৌসিন্তা দাস,চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহা-সচিব আজিমুশ শানুল হক দস্তগীর,সাংবাদিক আরফাত হোসেন প্রমুখ। প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধক তাদের বক্তব্যতে বলেন বর্তমান সময়ে অস্বাভাবিক হারে মানবপাচার বিশেষ করে নারী-শিশু পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানব পাচার ও ভিকটিমের সুরক্ষার সরকারি প্রশাসনের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা জরুরি। এ বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy