প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২১, ১:১৩ এ.এম
চন্দনাইশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক ও বীজ বিতরণ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর সকালে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য এম নজরুল ইসলাম চৌধুরী এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার,কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন,সহকারী সম্প্রসারণ অফিসার ইসতিয়াক আহমদ আসিফ,কৃষকলীগ নেতা নবাব আলীসহ উপ-সহকারী কৃষিবিদ গন উপস্থিত ছিলেন। পরে ২০২১-২২ অর্থ বছরের আওতায় রবি মৌসুমে ২৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা অংশ হিসেবে ৭০ জন কৃষককে ভুট্টা,৩৫ জনকে সরিষা,৫০ জনকে চিনাবাদাম,১০ জনকে সূর্যমুখী, এবং১০০ জন কৃষককে শীতকালীন মুগের বীজ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy