প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:১৭ এ.এম
চন্দনাইশে গাউছিয়া হক কমিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
"হালাল খাও নামাজ পড়,আল্লাহ আল্লাহ জিকির কর, সব সমস্যা মিটে যাবে" শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর এই অমীয় বাণী কে ধারণ করে,চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনা পরবর্তী সময়ে যে সকল ছাত্র-ছাত্রী প্রথম দিন স্কুলে আসেন তাদেরকে এ বিশেষ পুরস্কার হিসেবে খাতা, কলম,মাস্ক দেয়া হয়।
১২ সেপ্টেম্বর রোববার সকালে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সাতবাড়িয়া ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চন্দনাইশ,লোহাগাড়া, বান্দরবান, কক্সবাজারের সমন্বয়কারী আবদুর রহমান,সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল্লাহ আল হারুন,সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম, সুমন,সোহেল প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy