জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সন্ত্রাস,নৈরাজ্য,দূর্নীতি,মাদক, অনিয়মের বিরুদ্ধে ভূমিকা রাখার আহবান জানান। প্রধান মন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন উচ্চ পদে মহিলারা তাদের যোগ্যতা বলে স্থান করে নিয়েছে। মেয়েদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়,বিষয়টি অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সমাজকে বিভিন্ন পদে অধিষ্টিত করেছেন। ফলে,দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। একইভাবে ছেলেদেরকেও শিক্ষায় অগ্রগামী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
গতকাল ৩০ অক্টোবর দুপুরে উপজেলার চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন,বঙ্গবন্ধু বুক কর্ণার,বিজ্ঞানাগার,শেখ রাসেল ডিজিটাল সেন্টার উদ্বোধন ও বিদায়ী প্রধান শিক্ষক দীপক বিশ্বাসের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি আবদুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,যথাক্রমে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। সভায় স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া,আলোচনায় অংশ নেন,আ’লীগ নেতা যথাক্রমে মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খান,আরিফুল ইসলাম খোকন, সাইফুর রহমান,ফরিদুল ইসলাম চৌধুরী,মোজাম্মেল হক,বিদায়ী শিক্ষক দীপক বিশ্বাস,যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম,যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy